আমাদের ভারত, ১৪ নভেম্বর: রাজ্য বিজেপির নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় জেলা বিজেপি যুব মোর্চার উদ্যোগে ভোটার তালিকা সংশোধন সম্পর্কে সচেতনতা বাড়াতে একাধিক পথসভার আয়োজন করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যায় মেদিনীপুর শহরের নিমতলা চকে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা উপস্থিত সাধারণ মানুষকে ভোটার তালিকা সংশোধনের ফর্ম সঠিকভাবে কীভাবে পূরণ করতে হবে, তা বিস্তারিতভাবে জানান। পাশাপাশি, তারা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ফাঁদে না পড়ার জন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
আজকের পথসভায় উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক, মুখপাত্র অরূপ দাস, বিজেপি নেতা দেবাশীষ দাসসহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও আগ্রহ দেখা যায়।

