আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩১ জুলাই: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়ায়। মৃতের পরিবার বাইরে ছিলেন, এই কারণে রবিবার পরিবারের সদস্যরা শহরে ফিরে আসায় মৃতদেহ আজ তাদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, মৃত স্কুটি চালকের নাম অভিজিৎ দাস (২৬), শহরের সেন পাড়ার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃষ্টির মধ্যে পাহাড়পুর থেকে রাজবাড়ি পাড়া হয়ে একাই স্কুটি নিয়ে বাড়ির দিকে আসছিল অভিজিৎ। রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় অভিজিৎকে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তাঁর বলে দাবি।
শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস বলেন, “দুর্ঘটনায় খবর পেয়ে ছুটে যাই। অ্যাম্বুলেন্স করে অভিজিতকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। আঘাত গুরুতর থাকায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।”
মৃতের কাকা অজিত দাস বলেন, “শুনেছি বাড়ি ফিরছিল অভিজিৎ। সেই সময় দুর্ঘটনা ঘটে।”

