আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ১৮ জানুয়ারি: ডাউন ক্যানিং লোকাল থেকে ঝাঁপ দেওয়ায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম গোবিন্দ মন্ডল (৩৭)। সোনারপুরের আড়া পাঁচের বাসিন্দা ওই যুবক। স্থানীয় মানুষের অভিযোগ, প্রায় তিন ঘণ্টা ধরে আমড়াবেড়িয়া মিশনের পাশে রেল লাইনের পাশে দেহ পরে থাকলেও এখনো পর্যন্ত রেল পুলিশের কোনও দেখা নেই।
স্থানীয় সূত্রে জানাগেছে, দুপুর একটা নাগাদ ডাউন শিয়ালদহ ক্যানিং লোকালে চেপে ওই যুবক ক্যানিংয়ে কাজে আসছিলেন। হটাৎ ট্রেনে টিকিট পরীক্ষক ওঠায় প্রথমে তিনি ভয় পেয়ে যান। এরপর যখন টিকিট পরীক্ষক টিকিট চায় তখন ভয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারেন ওই যুবক। ঘটনাস্থলে মারা যান তিনি। প্রায় তিন ঘণ্টা পরে ঘটনাস্থলে রেল পুলিশ এসে পৌঁছয়।