কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ নভেম্বর: আজ সকালে দাসপুর থানার পীরতলার সামনে ঘাটাল পাঁশকুড়া রোডের উপর রামকৃষ্ণ আশ্রমের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। অভিযোগ ঘাটাল থেকে হাওড়া গামী একটি বাস মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যায় ১ জন। অাহত হন একজন। অাহত সইদুল খাঁন জানান,
বেলেঘাটা থেকে প্লাস্টিক পাইপ নিয়ে যাওয়ার সময় পীরতলার কাছে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। হঠাৎ একটি বাস পেছন থেকে ধাক্কা মারে। মারা যায় তাঁর মামাতো ভাই রহিম খাঁন।