জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ জুলাই: গড়বেতা বিধানসভা ক্ষেত্র যুব কংগ্ৰসের ডাকে শুক্রবার পেট্রোল, ডিজেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করা হয়। এদিন গড়বেতার পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় ৬০নম্বর জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে যোগ দেন যুব কংগ্রেস কর্মীরা।
পথ অবরোধ আন্দোলনে নেতৃত্ব দেন গড়বেতা বিধানসভা ক্ষেত্রের যুব কংগ্রেস সভাপতি অসীম পাল, পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস সভাপতি মহম্মদ সাইফুল, আজাদ আলী, জেলা ছাত্রপরিষদের সহ সভাপতি অনুপম ভট্টাচার্য সহ অন্যান্য যুব কংগ্রেস কর্মীরা। উপস্থিত ছিলেন গড়বেতা ব্লক কংগ্রেস সভাপতি ভৈরব রায় এবং কংগ্রেস নেতা বিশ্বনাথ মন্ডল।