পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ: মদ বিক্রেতার পেটে ছুরি চালানোর ঘটনায় আটক এক যুবক। আজ বিকেলে পিংলা থানার অন্তর্গত বড়িষা বাজার সংলগ্ন এলাকায় পাঁচটার সময় এক মদ বিক্রেতা এক জন ক্রেতার সাথে বচসায় জড়িয়ে পড়েন। এর ফলে কমল মাইতি নামে এক যুবক দোকানদারের পেটে ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ। দোকানদারের নাম রামপদ সামন্ত। বর্তমানে তাকে প্রথমিক চিকিৎসার পর তমলুক হাসপাতালের উদ্দেশ্য নিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এদিন ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে পিংলা থানার পুলিশ আটক করে। জানা গেছে, তার বাড়ি পিংলা থানার অন্তর্গত বেলুড়িয়া গ্রামে। এই ঘটনায় রীতিমতো বড়িষা বাজার সংলগ্ন এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

