জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ অক্টোবর:
প্রকাশ্যে শুকনো খাবারের প্যাকেটের মেয়াদ উর্ত্তীর্ণ তারিখ স্যানিটাইজার দিয়ে মুছে ফেলার সময় এক যুবককে হাতে নাতে ধরে ফেলল স্থানীয় মানুষ। ক্ষুব্ধ মানুষজন সমস্ত খাদ্য সামগ্রী সহ ঐ যুবককে আটকে রেখে খবর দেয় পুলিশে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের পাটনা বাজার এলাকায়।
স্থানীয় মানুষরা জানায়, মেদিনীপুরের সাকোটি এলাকার রবি ঘোষ নামে এক যুবক প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় পাউরুটি, বিস্কুট, কেক দোকানে দোকানে সাপ্লাই দেয়। আজও মোটর সাইকেলে করে মেদিনীপুরের পাটনা বাজার এলাকায় খাদ্য সামগ্রী দোকানে দিতে আসার আগে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে খাদ্য সামগ্রীর প্যাকেটে স্যানিটাইজার স্প্রে করে মেয়াদ উর্ত্তীর্ণ তারিখ মুছে ফেলার সময় হাতে নাতে ঐ যুবককে ধরে ফেলে স্থানীয়রা এবং ঐ যুবককে আটকে রাখে। এরপর পুলিশে খবর দিলে কোতওয়ালি থানার পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায়।