আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ ডিসেম্বর: হাতির হানা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক যুবক। সামনে হাতি দেখে সাইকেল ছেড়ে দ্রুত দৌড়ে পালানোর ফলে ওই যুবক প্রাণে বেঁচে যান। সোমবার দুপুর ০২:০৯ নাগাদ ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর থানা এলাকার শুসনি নতুন বাঁধের কাছে। সাইকেল ছেড়ে পালিয়ে যাওয়ার পর যুবকটির সাইকেলেব কেরিয়ারটি পায়ে মাড়িয়ে নষ্ট করে দেয়। কোনো রকমে সাইকেল ছেড়ে পালিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান ওই যুবক।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেনাগেড়িয়া থেকে শুসনি যাওয়ার রাস্তায় একটা হাতি ঘোরাফেরা করছে বলে খবর পাওয়া যাচ্ছে। বনবিভাগের স্থানীয় গোপীবল্লভপুর রেঞ্জের পক্ষ থেকে ওই এলাকার সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।