আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৮ নভেম্বর:
মায়ের চিকিৎসার টাকা জোগাতে না পারায় আত্মঘাতী যুবক। ঘটনাটি উত্তর ২৪ পরগণার দেগঙ্গা থানার হাদিপুর অঞ্চলের দেওয়ানআটি স্টেশন পাড়ার।
বাবা সমীর মন্ডল নয় মাস আগে নিখোঁজ হয়ে যান। এরপর কৃষ্ণ মন্ডলের মা নমিতা মন্ডল ছয় মাস আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে যান। তারপর থেকে সংসারে নেমে আসে অভাব-অনটন। ওই যুবক কর্মসূত্রে বাইরে কাজে যায়। মায়ের শরীর খারাপ শুনে কৃষ্ণ মন্ডল বাড়িতে চলে আসে ২ মাস আগে, তারপরে মায়ের দেখাশোনা করতে গিয়ে কাজকর্মে ভাটা পড়ে যায়। এরপর সংসারের নেমে আসে অভাব-অনটন। চিকিৎসার পয়সা জোগাড় করতে হিমশিম খেয়ে যায় ছেলে কৃষ্ণ। এরপর রবিবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক।
ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তখনই দরজা ভেঙ্গে ঘরে ঢুকতেই ঝুলন্ত অবস্থায় দেখা যায় কৃষ্ণকে। তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কৃষ্ণ মন্ডলকে মৃত বলে ঘোষণা করে।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া এবং দেগঙ্গা থানার পুলিশ। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।