স্নেহাশিষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ ফেব্রুয়ারি: সাইকেল রাখা নিয়ে বচসার জের, এক যুবকের মারা ঘুষিতে মৃত্যু হল এক সবজি বিক্রেতার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যানীতে। মৃত সবজি বিক্রেতার নাম নির্মল দাস।সূত্রের খবর, মঙ্গলবার সকালে কল্যানীর দুই নম্বর বাজারে সবজি বিক্রির সময় সাইকেল রাখা নিয়ে নির্মল দাসের সাথে বচসা বাধে তাপস চৌধুরী নামে এক যুবকের। অভিযোগ, বচসা চলাকালীন হঠাৎই ওই যুবক নির্মল দাসকে সজোরে ঘুসি মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নির্মলের। ঘটনার পর থেকে পলাতক ওই যুবক। তার সন্ধান চালাচ্ছে পুলিশ।