অলোক ঘোষ, উত্তর ২৪ পরগনা, ৩ ফেব্রুয়ারি:
মুরগী চুরিতে বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালিতলা ঘোষপাড়া এলাকায়। মৃত যুবকের নাম শ্যামল সরকার।
অভিযোগ, প্রতিবেশী দেবব্রত হালদার তাকে খুন করেছে। খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিহত শ্যামলের মায়ের বক্তব্য, ছেলে রাতে পাশের একটি মুরগির ফার্ম দেখাশোনা করে৷ সেই ফার্ম থেকে মুরগি চুরি হচ্ছিল। অভিযুক্ত সেই মুরগি চুরির সঙ্গে যুক্ত৷ শ্যামল রাতে ওদের বাড়িতে বলতে গেলে ওকে কুপিয়ে খুন করা হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বনগাঁ থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।