আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ ডিসেম্বর: বৃহস্পতিবার দুপুরে রণক্ষেত্র হয়ে উঠে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের গড়ধরা এলাকা। এদিন সাঁকরাইল বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি বালিবোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। তার নাম রঞ্জন সিং। আর এই ঘটনাতেই রণক্ষেত্রের চেহারা নেয়
গড়ধরা এলাকা।
বালি বোঝাই গাড়ির দৌরাত্ম্যে ওই এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছিল দীর্ঘদিনের। এদিন ওই যুবকের গাড়ি চাপা পড়ে মৃত্যুর ঘটনায় সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে। শুরু হয়ে যায় একের পর এক বালি বোঝাই লরিতে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ। এলাকার উত্তেজিত জনতা পাঁচটি লরিতে ভাঙ্গচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। এর ফলে রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা। ব্যাপক উত্তেজনা থাকায় প্রথমে ঘটনাস্থলে ঢুকতে পারেনি পুলিশ। পরে সাঁকরাইল থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। সাঁকরাইল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।