স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ মে:
আমফানের কারণে পরিত্যক্ত বৈদ্যুতিক তার থেকে ইদের আগের দিন নদিয়ার শান্তিপুর থানার বাগদিয়ায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হল কাজির মন্ডলের।উত্তেজিত জনতা বিদ্যুত অফিসে ভাঙ্গচুর করে। ঘটনাস্থলে পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ইদের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আমফানের তান্ডবে ধানের ক্ষতি হয়েছে অনেকটাই, তাই নতুন ফসলে বপনের উদ্দেশ্যে সকাল সকাল নাঙ্গল গরু নিয়ে মাঠে যায় নদিয়ার শান্তিপুরের বাগদিয়া গ্রামের কাজীর মন্ডল। বিদ্যুৎ কর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও ওই চাষের জমির মধ্যে পড়ে থাকা তার অজান্তে তার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই যুবকের। জানাজানি হতেই এলাকাবাসী তৎক্ষণাৎ তাকে শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা। সেই রোষ গিয়ে পড়ে স্থানীয় বিদ্যুতের শাখা অফিসে এবং এদিন দুপুরে ভাঙ্গচুর করা হয় বিদ্যুৎ অফিস। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। উপযুক্ত কারণ খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।