আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: আজ সকাল ১১টা নাগাদ এগরা থানার কুদি ব্রিজের উপর একটি লরির চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মোটর সাইকেল আরোহী এক যুবক। ২৮ বছর বয়সী মৃত যুবকের নাম বাসুদেব দাস। বাড়ি এগরা থানার রায়দা গ্রামে।
মৃতের দাদা রবীন্দ্র দাস জানিয়েছেন, ভাই বাসুদেব দিঘায় একটি হোটেলে কাজ করতো। সকালে দিঘা থেকে বাইকে করে এগরা আসছিল বাজার করে বাড়ি ফিরবে বলে। কিন্তু কুদি ব্রিজের কাছে একটি ১২ চাকার লরি ধাক্কা মারে। লরির ধাক্কায় বাইক থেকে পড়ে যায় বাসুদেব দাস। লরির পিছনের চাকা বাসুদেবের মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই বাসুদেবের মৃত্যু হয়। বাইকে থাকা এক সঙ্গীও গুরুতর আহত হয়েছে। তাকে এগরা সুপার স্পেসিলিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায়। স্থানীয়দের মানুষজন জানিয়েছে, সকালে প্রচুর কুয়াশার জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে। এগরা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘাতক লরিটি আটক করে থানায় নিয়ে গেছে। চালক অবশ্য পলাতক।