আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ এপ্রিল: কুঁয়ো থেকে বিকল হয়ে যাওয়া জলের পাম্প তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বেলডিহি গ্রামে। মৃতের নাম অহির বেরা, বয়স ৩০ বছর।
স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার সকালে বাড়ির পাতকুয়োতে লাগানো বিকল টুলু পাম্পটি কুয়ো থেকে তোলার সময় অসাবধানবশত ভিজে পাম্পে হাত লেগে যায়। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকটি ছিটকে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাকে সঙ্গে সঙ্গে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গোপীবল্লভপুর থানার পুলিশ মৃতদেহটি ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।