কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ নভেম্বর:
কিছু মানুষ পাখি শিকার করে আনন্দ পায়। নিরীহ পাখিদের মেরে তারা হয়তো তাদের বীরত্ব দেখায়। শুধু বীরত্ব নয় পাখির মাংস খাওয়ার জন্য সকালেই এক যুবক ৮টি পাখি মেরে ফেলল।
সবেমাত্র শীত পড়তে শুরু করেছে, পাখির দল বিভিন্ন মাঠে এসেছে। আর এই শীতে পাখির মাংস রোস্ট করে খাওয়ার জন্য, বন্দুক নিয়ে পাখি মারতে বেরিয়ে পড়েছে এক যুবক। তার নাম শেখ সাইফুল। তার বাড়ি দাসপুরের উদয়চকে। সকাল থেকে বেরিয়ে দাসপুরের হাজরা বেড় এর মাঠে একটার পর একটা পাখি মেরে চলেছে। আটটা পাখি মারার পরেও সে ক্ষান্ত হয়নি।
কিন্তু এখনো সমাজে কিছু সচেতন মানুষ আছেন। তাদের হাতে ধরা পড়ে গেল এই পাখি শিকারি। ওইএলাকার যুবক প্রকাশ রানা কর্মকার ও তার বন্ধুরা পাখি শিকারীকে ধরে ফেলেন। এরপর বনদপ্তর এ খবর দেওয়া হয়। ওয়াইল্ডলাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ পাখি মারার বন্দুক, শিকার করা পাখি এবং পাখি শিকারীকে নিয়ে চলে যান। বনদপ্তর দাসপুর থানায় অভিযোগ জানাবে বলে জানা গিয়েছে। ৮টি পাখির মধ্যে আছে বক এবং ঘুঘু পাখি। নেহাতই পাখির মাংস খেতে ভালো লাগে, তাই ওই নিরীহ পাখিগুলি মেরেছে বলে অভিযুক্ত কবুল করেছে।
পাখী মারছে তো কি হইছে?? মাত্র কয়েকটা পাখী। তোদের ধর্মে শিকার করার কোন বিধান নাই, কিন্তু আমরা মুসলমান, পাখী শিকার করা ইসলামে জায়েজ আছে,শিকার পৃথিবীর সব দেশে বৈধ।সে তো আর শত শত পাখী মারেনি।তোরা মানুষ হয়ে যখন মানুষ মারিস তখন মানবতা কোথায় থাকে হে হিন্দু নাফরমানের দল??