আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মে: সোমবার সকালে মেদিনীপুর শহর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। শহরের এলআইসি মোড় হয়ে কালেক্টরি অফিসের দিকে যাওয়ার রাস্তার ধারে ফুটপাতের একটি দোকান থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বান্টি শর্মা(২৮)। আসবাবপত্রের দোকানেই ওই যুবক কাজ করতো। তবে ঠিক কি কারণে যুবকের মৃত্যু হয়েছে তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোকানের মালিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানাগেছে।