আমাদের ভারত, হাওড়া, ১০ মার্চ: দোলের দিন বন্ধুদের সঙ্গে পিকনিক সেরে বাড়ি ফেরার পথে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উলুবেড়িয়া থানার মালঞ্চবেড়িয়ায়। মৃত যুবকের নাম অমিত সদার (৩০)। বাড়ি উলুবেড়িয়া থানার বাণীতলায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে, সোমবার সকালে অমিত বাইকে চেপে তার বন্ধুদের সঙ্গে উলুবেড়িয়ার মহিষরেখায় পিকনিক করতে যায়। বিকেলে পিকনিক সেরে বাড়ি ফেরার পথে মালঞ্চবেড়িয়ার কাছে কয়েকজন যুবক অমিতদের লক্ষ্য করে কটুক্তি করতে থাকে। অমিতের বন্ধুরা বিষয়টি নিয়ে মাথা না ঘামালেও অমিত প্রতিবাদ করে। অভিযোগ সেইসময় এলাকায় থাকা যুবকেরা অমিতকে ব্যাপক মারধর করে এবং ভারি বস্তু দিয়ে মাথায় আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় অমিত রাস্তায় পড়ে গেলে যুবকেরা পালিয়ে যায় ।
এদিকে অমিতকে মারার খবর পেয়ে তার বন্ধুরা ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় অমিতকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অমিতের মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দারা উলুবেড়িয়া থানায় বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনা সম্পর্কে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম রায় জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।