সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৫ এপ্রিল: করোনার জেরে যখন লকডাউন গোটা দেশে ঠিক তখন কাজের জন্য বাড়ির বাইরে যেতে চায় বছর ২০-র আফসার আলি। পরিবারের লোকজন বাইরে বেরতে নিষেধ করায় আত্মহত্যার চেষ্টা করল এই যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থানা এলাকার আমুলিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে কাজ করতে বেরনোর নাম করে বাড়ি থেকে বেরনোর চেষ্টা করে আফসার আলি। পরিবারের লোকজন ঘর থেকে বের হতে বাধা দেয়। এরপর বাড়িতে থাকা জমির বিষ তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। পরিবারের লোকজন বিষ তেলের খালি কৌটো দেখে বুঝতে পারে আফসার আলি বিষ খেয়েছে। এরপর তড়িঘড়ি তাকে হাবরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা চিকিৎসা শুরু করে।