স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ মার্চ: হোম কোয়ারেন্টাইনে থাকা এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরে।
সূত্রের খবর, নদিয়ার কোতোয়ালি থানার বকুলতলার বাসিন্দা সুজিত বিশ্বাস (৩০) উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায় একটি দোকানে কাজ করত। লকডাউন ঘোষণা হওয়ার পর সে বাড়ি ফিরে আসে। গত দুইদিন আগে তার জ্বর আসায় গ্রামবাসীরা স্বাস্থ্য দপ্তরে খবর দিলে স্বাস্থ্য কর্মীরা তাকে বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকার কথা বলেন। পাশাপাশি এলাকাবাসীকে সতর্ক করে জেলা প্রশাসনের তরফ থেকে তার বাড়িতে একটি পোস্টার লাগিয়ে দিয়ে যায়, যাতে সাধারণ মানুষকে সেই বাড়ি এড়িয়ে চলার নির্দেশ ছিল। অভিযোগ, শুধু পোস্টার লাগানোই নয়, স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও তার সাথে অচ্ছুতের মতন অভব্য আচরণ করেন। এই সমস্ত কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। আর এর পরই রাতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন।পরে কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় মানুষের দাবি, স্বাস্থ্য দপ্তর তার মৃতদেহ পরীক্ষা করে জানাক ওই যুবক আদৌ করোনায় আক্রান্ত ছিল কি না।