রাজেন রায়, কলকাতা, ৩০ সেপ্টেম্বর: সকাল থেকে শুরু হয়ে গিয়েছে হাইভোল্টেজ ভবানীপুর উপনির্বাচন। আজ সকাল থেকেই ভবানীপুরে বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার দুপুর গড়াতেই খালসা হাইস্কুলে ভুয়ো ভোটার ঘিরে তুমুল গোলমাল বাধে। বিজেপির অভিযোগ, ভুয়ো ভোটার এনে ভোট করাচ্ছে তৃণমূল। পাল্টা শাসকদলের অভিযোগ, ভুয়ো ভোটার এনে অশান্তি ছড়াচ্ছে বিজেপি। এই নিয়েই ভোটকেন্দ্রের ভিতর মারামারি শুরু হয়ে যায়।
এক যুবককে ভেতরে বসিয়ে তার পরিচয় পত্র দেখতে চান প্রিয়াঙ্কা। তখনই পাশ থেকে তৃণমূল কর্মী তাকে স্কুলের ছাত্র বলে টেনে বার করে দেন। আর এই নিয়ে শুরু হয়ে যায় তৃণমূল-বিজেপি মারপিট। পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যাও বাড়ানো হয়। এর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজেপির অভিযোগ, তাদের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল খালসা হাইস্কুলে ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে দেখেন, এক যুবক সেখানে রয়েছেন। তাঁর হাতে কোনও রকম পরিচয়পত্র নেই, অন্যান্য কোনও পরিচয়পত্রও নেই। অথচ তিনি ভোট দিতে ঢুকেছেন। তখন তাঁরা তাঁকে হাতেনাতে ধরে ফেলে। অভিযোগ, এরপরই বিজেপির লোকজন ওই যুবককে মারতে মারতে বাইরে নিয়ে আসেন। ওই যুবক তৃণমূলেরই লোক বলে দাবি করেছে বিজেপি।
পাল্টা তৃণমূলের দাবি, অশান্তি পাকাতেই এই পরিস্থিতি তৈরি করেছে বিজেপি। যে ছেলেটিকে মারধর করা হয়েছে, বিজেপির লোকজন দীর্ঘক্ষণ ধরে তাঁকে আটকে রাখে। এর সঙ্গে ভুয়ো ভোটারের কোনও সম্পর্কই নেই।

