ঝালদায় শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেফতার

সাথী দাস, পুরুলিয়া, ২৯ জুন: ৫ বছরের শিশুর যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করলো পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ।

ঝালদা থানার কর্মাডি গ্রামের বাসিন্দা ভগবান মাহাতো। পেশায় ট্রাক্টর চালক। তার ৫ বছরের মেয়েকে যৌন নির্যাতন করে ওই গ্রামের বাসিন্দা অম্বির মাহাতো বলে অভিযোগ উঠে। জানা যায়, ২২ জুন বিকেল বেলায় গরু চড়াতে যাবার সময় বৃষ্টি পড়ছিল সেই সময় ভগবান মাহাতোর বাড়িতে আশ্রয় নেয় অভিযুক্ত যুবক অম্বির মাহাতো (বয়স ২১)। ভগবান বাবুর স্ত্রী সেই সময় জঙ্গলে গরু আনতে যায়। বাড়িতে এসে দেখে অভিযুক্ত যুবক ৫ বছরের শিশুকে কোলে নিয়ে লুডু খেলাচ্ছে। কিছুক্ষণ পরে অম্বির বাড়ি চলে যায়। এরপরেই শিশুটি কান্নাকাটি করতে শুরু করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। গত ২৫ জুন ঝালদা ব্লক প্রাথমিক সাস্থ্য কেন্দ্রে শিশুটিকে নিয়ে চিকিৎসা করাতে গেলে সব ঘটনা সামনে আসে। হাসপাতাল থেকে তাদের ঝালদা থানায় পাঠানো হয়। সেখানেই লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা ভগবান মাহাতো। গতকাল বিকেলে অভিযুক্ত অম্বির মাহাতোকে ঝালদা থানার পুলিশ গ্রেফতার করে। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। অভিযুক্তর বিরুদ্ধে পক্সো ৬ ধারায় মামলা করা হয়েছে।

আজ পুরুলিয়া আদালত চত্বরে অভিযুক্ত যুবক বলেন, “পরিচিত ওই শিশুটিকে কোলে বসিয়ে লুডু খেলা শেখাচ্ছিলাম। তার পর কী করে কী হয়ে গেল আমি বুঝতে পারছি না। ”

নির্যাতিতা শিশুটির বাবা বলেন, “মেয়ে যখন থেকে আতঙ্কে খাওয়া বন্ধ করে দেয় তখনই চিকিৎসকের কাছে যাই। তার পরই সব জানতে পারি। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *