সায়ন ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৫ নভেম্বর: গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার ঘোষপাড়া এলাকায়। ধৃত যুবকের নাম রজত বিশ্বাস। ঘটনার পর নির্যাতিতা মহিলা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে ওই রাতেই অভিযুক্ত রজতকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, নির্যাতিতা মহিলার স্বামী দীর্ঘ দিন কাজের সূত্রে ভিন দেশে থাকেন। অভিযুক্ত রজত তাকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিত। তার প্রস্তাবে মাহিলা রাজি না হওয়ায় এদিন জোর করে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে আভিযোগে। ঘটনার কথা জানাজানি করলে তাকে খুন করার হুমকি দেয় বলে আভিযোগ। পরবর্তীতে রজতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।