দেশে তরুণরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছে, মৃত্যুর হার প্রবীনদের বেশি, বলছে কেন্দ্রের পরিসংখ্যান

আমাদের ভারত, ২ সেপ্টেম্বর:করোনায় সবচেয়ে বেশি কারা আক্রান্ত হচ্ছেন? মৃত্যুর হার কোন বয়সের মানুষের মধ্যে বেশি? কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত তরুণরাই বেশি আক্রান্ত হয়েছেন করোনায়। ১৮থেকে ৪৪ বছর বয়সের তরুণ যুবকরাই দেশের মোট আক্রান্তের মধ্যে অর্ধেকেরও বেশি। তবে দেশে করোনায় মোট মৃতের মধ্যে ৫১ শতাংশ ৪৫ থেকে ৬০ বয়সীরা রয়েছেন।

সংক্রমণ ও মৃত্যুর হার সবচেয়ে কম শিশু-কিশোরদের। তবে শুধুই করোনার কারণে কত জনের মৃত্যু হয়েছে সেই পরিসংখ্যান পাওয়া কঠিন। কারণ করোনা সংক্রমন শুরু হবার পর পরই গবেষকরা বলছিলেন,অন্য শারীরিক সমস্যা থাকলে করোনায় মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে ও সেই বিষয়টি উঠে এসেছে।

কারণ এখনো পর্যন্ত মৃতের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৬০বছরের উপরে। ৪৫ থেকে ৬০ বছর বয়সীদের মৃত্যুর হার ৩৬ শতাংশ। যা কিশোরদের ক্ষেত্রে মাত্র ১%। প্রবীনদের মধ্যে শ্বাসকষ্ট, ডায়াবেটিসের মত রোগ থাকে বলে মৃত্যুর হার এত বেশি বলে মত বিশেষজ্ঞদের।

কিন্তু করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণ-যুবকরা। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ২৬ -৪৪ বছর বয়সীদের মধ্যে সংক্রমণের হার ৪০ শতাংশ। আবার ১৮ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে এই হার ১৪%। অর্থাৎ দুয়ে মিলে ১৮-৪৪ বছর বয়সী আক্রান্ত দেশের মোট আক্রান্তের অর্ধেক। ৪৫ থেকে ৬০ বছরের এর মধ্যে ২৬ শতাংশ এবং ৬০ বছরের বেশি অর্থাৎ প্রবীনদের ক্ষেত্রে এই হার ১২%। অন্যদিকে ১৭ বছরের নিচের শিশু ও কিশোরদের আক্রান্ত হওয়ার হার ৮ শতাংশ।

দেশে লকডাউন শুরু হবার সময় থেকেই সরকার প্রবীনদের ঘর থেকে বেরোতে নিষেধ করেন, কারণ তাদের শারীরিক অন্যান্য সমস্যা বেশি। এখনো সেই নির্দেশিকা বহাল আছে। আর যুবক ও তরুণদের ক্ষেত্রে বেশি আক্রান্ত হওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন এই বয়সের মানুষই সবচেয়ে বেশি বাড়ির বাইরে বের হচ্ছেন এবং অন্য মানুষের সংস্পর্শে আসছেন। আবার শিশুদের মধ্যে সাধারণত অন্য অসুস্থতা কম থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। এছাড়া শিশুরাও বাইরে কম বেরোচ্ছে। সেই কারণে শিশুদের আক্রান্ত হওয়ার প্রবণতা কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *