নীল বণিক, আমাদের ভারত কলকাতা, ১১ ফেব্রুয়ারি:
যুবমোর্চার বাইক মিছিলে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২০ ফেব্রুয়ারির পর যুব মোর্চা রাজ্যজুড়ে ফের বাইক মিছিলে নামছে। বৃহস্পতিবার এই কর্মসূচি নিয়ে রাজ্য যুব মোর্চার নেতৃত্বর সঙ্গে একটি বৈঠক করেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। দিল্লিতে সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
প্রসঙ্গত, রাজ্যে পরিবর্তন চেয়ে চলতি মাসে পরিবর্তন যাত্রা করছে রাজ্য বিজেপি। এই কর্মসূচি মিটতেই ফের বাইক মিছিল করবে যুব মোর্চা। যে মিছিলের উদ্বোধনে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, পীযূষ গোয়েল, স্মৃতি ইরানি সহ এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী। যুব মোর্চার মিছিলে অংশগ্রহণ করে তা শেষ করবেন নরেন্দ্র মোদী। বাইক মিছিলের শেষদিনে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাত দিয়েই এই বাইক মিছিলের সমাপ্তি ঘোষণা হবে বলে যুব মোর্চা সূত্রের খবর।
ফেব্রুয়ারি মাসজুড়ে পরিবর্তন যাত্রা নিয়ে প্রচারে ঝড় তুলছে বিজেপি। সেই কর্মসূচি শেষ না হতেই আবারও প্রচারের কর্মসূচি ঠিক করে ফেলল বিজেপি। দলের যুব সংগঠনকে এবার মাঠে নামিয়ে ভোটের আগে ফের ঝড় তুলতে কৌশল দিল বিজেপির নেতৃত্ব।