পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: চাইলেই প্রার্থী হওয়া যাবে না বলে সোমবার রাতে সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দিলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি জানান, আজ সমস্ত জেলার সভাপতিদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এদিন বৈঠক করেন।
এরপর সুজয়বাবু সাংবাদিক বৈঠকে জানান, পঞ্চায়েত ভোটে তিনটি স্তরে কারা কারা প্রার্থী হবে রাজ্য নেতৃত্ব তা ঠিক করবে। এনিয়ে জেলার কিছু করার নেই।
এদিন তিনি আরও বলেন, যেভাবে কৈলাস বিজয়বর্গীয় মহিলাদের অসম্মান করেছেন এর প্রতিবাদে তাঁরা জেলা জুড়ে শীঘ্রই আন্দোলন করবেন