আমাদের ভারত,২৩ জানুয়ারি:সিএএ বিরোধী আন্দোলনে দেশজুড়ে উঠেছে আজাদীর স্লোগান। আর সেই আজাদী স্লোগানকে দেশদ্রোহিতা বলে দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর হুশিয়ারি, যারা আজাদী স্লোগান দিচ্ছে তারা দেশদ্রোহী বলে পরিগণিত হবেন। আর সেই মতো তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার কানপুরে জনসভায় নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে বক্তব্য রাখেন যোগী আদিত্যনাথ। আইন সম্পর্কে মানুষকে বুঝিয়ে বলতে গিয়ে তিনি বলেন, যদি কেউ প্রতিবাদের নামে আজাদী স্লোগান তোলে তাঁকে দেশদ্রোহী বলেই ধরে নেওয়া হবে এবং সরকার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। কোনওভাবেই আজাদীর স্লোগানকে মেনে নেওয়া হবে না। ভারতবর্ষের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটা কিছুতেই মেনে নেওয়া হবে না।
একই সঙ্গে তিনি বলেন, বিরোধীরা নিজেরা বাড়িতে কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছে আর বাড়ির মহিলা ও শিশুদের চৌরাস্তায় বসিয়ে দিয়েছে বিক্ষোভ দেখানোর জন্য। কারণ আন্দোলনের নামে সরকারি সম্পত্তি ক্ষতি করলে বাজেয়াপ্ত হবে তাদের সম্পত্তি। সেই ভয়ে তারা মহিলাদের আন্দোলনে এগিয়ে দিচ্ছে। অথচ সেই মহিলারা জানেই না সিএএ কি?