Ayodhya, Ram mondir অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে বাঁকুড়াজুড়ে যজ্ঞ ও পূজা পাঠ

সোবরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ জানুয়ারি: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের ঐতিহাসিক ঘটনার সাথে তাল মিলিয়ে সারা বাঁকুড়াজুড়ে মন্দিরগুলি সহ বিভিন্ন স্থানে হলো যজ্ঞ, পূজাপাঠ, হনুমান চলিশা পাঠ ও নানা অনুষ্ঠান। চতুর্দিকে শুধু মাইকে রাম নাম। বাঁকুড়া শহরের লালবাজারে বিরাট যজ্ঞের আয়োজন করা হয়। সকাল থেকেই শুরু হয় হনুমান চলিশা পাঠ, চন্ডী পাঠ, রামযজ্ঞ চলে দুপুর পর্যন্ত। সকালে প্রায় এক হাজার মহিলা, কিশোরী মঙ্গলঘট নিয়ে শহর পরিক্রমা করে লালবাজারে যজ্ঞস্থলে পৌছায়। মিছিলের পুরোভাগে ছিলেন সাংসদ ডাঃ সুভাষ সরকার‌।

গোপীনাথপুরে হরি মেলায় আয়োজন করা হয় যজ্ঞের।সারা এলাকা গৈরিক পতাকায় ঢেকে দেওয়া হয়। সেখানে ভক্তরা খিচুড়ি প্রসাদ গ্ৰহণ করেন। সতীঘাটে রাম- সীতা মন্দির, হনুমান মন্দির সহ বিভিন্ন মন্দিরে বিশেষ পূজাপাঠ ও প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হয়।
চাঁদমারী ডাঙ্গাতেও আলোকসজ্জা ও মোমবাতি জ্বালিয়ে দিনটি পালন করছেন বিধায়ক নিলাদ্রী দানা ও অনুগামীরা।

বাঁকুড়া শহরে চকবাজারে অবস্থিত হিন্দু মহাসভা কার্যালয়ে সুদৃশ্য আলোকসজ্জা ও শতশত প্রদীপ প্রজ্বলেনের আয়োজন করা হয়েছে। রানীগঞ্জ মোড়ে বীরসভারকর মূর্তির পাদদেশেও প্রদীপ প্রজ্বলেনের আয়োজন ও আলোকসজ্জা করা হয়েছে। বিকেলে
নতুনগঞ্জ এলাকায় হনুমান মন্দির থেকে ধর্মীয় মিছিল বের হয়। রাসতলা মোড়ে নবনির্মিত হনুমান মন্দিরে এদিন বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন স্থানে জায়েন্ট স্ক্রিনে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *