মা দুর্গার বীজ মন্ত্র ভুল লিখে চুড়ান্ত সমালোচিত প্রিয়াঙ্কা গান্ধী

আমাদের ভারত,৩১ ডিসেম্বর: গতকাল হঠাৎ মধ্যরাতে মা দুর্গার বীজ মন্ত্র টুইট করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এই টুইট ঘিরে ওঠে সমালোচনার ঝড়। নেটিজেনরা রিটুইটে একেরপর এক কটাক্ষ উগড়ে দেন প্রিয়াঙ্কার উদ্দেশ্যে। তাদের অভিযোগ, প্রিয়াঙ্কা মা দুর্গার ভুল মন্ত্র টুইট করে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন।

মা দুর্গার বীজ মন্ত্র হল,
“ঔঁং ঐং হ্রীং ক্লীং
চামুণ্ডায়ে
বিচ্চে নম:” সেখানে প্রিয়াংকা গান্ধী লিখেছেন , “ঔঁ ঐঁ হ্রীং ক্লিং চামুঁড়ায়ে বিচ্চে”।।

প্রিয়াঙ্কার লেখায় বানান ভুল হওয়ায় মন্ত্রের মানে পাল্টেছে বলে সমালোচনা করে রিটুইট করেছেন অনেকে। তাঁদের বক্তব্য, এরফলে হিন্দু দেবীদের অবমাননা করা হয়েছে।

নেটিজেনদের বেশ কয়েকজন বলেছেন, তিনি মুসলিমদের তোল্লা দিচ্ছিলেন। হঠাৎ কেন হিন্দু মন্ত্র নিয়ে খেলা শুরু করলেন।

লোকসভায় ভোটের আগে রাহুল গান্ধীকেও দেখা গিয়েছিল একাধিক মন্দিরে যেতে। তিনি নিজেকে ব্রাহ্মণ বলেও দাবি করেছিলেন। যদিও রাজনৈতিক মহলের একাংশের ধারণা, গেরুয়া রাজনীতিকে টক্কর দিতেই রাহুলের এই মন্দির অভিযান ছিল। কিন্তু এবার প্রিয়াঙ্কার ভুল মন্ত্র টুইট করা নিয়ে ফের শোরগোল পড়ে গেছে। তাঁর করা ঐ ভুল মন্ত্রের টুইট ব্যপক ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই সাধু সন্তরাও প্রিয়াঙ্কার এই কাজে ক্ষোভ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *