সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৯ জানুয়ারি: প্রেসক্রিপশনে ভুল ওষুধ লিখে দেওয়ায়, বেসরকারি হাসপাতালকে জরিমানা দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। কিন্তু তদন্ত চলাকালীন অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করায়, জরিমানার ৫ লক্ষ টাকা স্বেচ্ছাসেবী সংস্থা ও একটি বৃদ্ধাশ্রমকে দিতে নির্দেশ দেওয়া হল। নির্দেশ হাতে পাওয়ার কথা স্বীকার করেছে সিএমআরআই কর্তৃপক্ষ।
স্বাস্থ্য কমিশন সূত্রের খবর, ২০১৮ সালে বিমল নন্দী নামে এক ব্যক্তি অভিযোগ করেন, সিএমআরআই হাসপাতাল থেকে তাঁর আত্মীয়কে ছাড়ার সময়, ছাপানো প্রেসক্রিপশনে অন্য রোগীর ওষুধের নাম লেখা হয়। পরে চিকিৎসককে দেখাতে গিয়ে ভুল ধরা পড়ে। ভুল হয়েছে বলে স্বীকার করে নেয় সিএমআরআই কর্তৃপক্ষ। এই নিয়ে স্বাস্থ্য কমিশনে রোগীর পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়। তার প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে নির্দেশ দেয় কমিশন।
কমিশন সূত্রে খবর, তদন্ত চলাকালীন অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করায়, জরিমানার ৪ লক্ষ টাকা একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও একলক্ষ টাকা একটি বৃদ্ধাশ্রমে দিতে নির্দেশ দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।