সাথী দাস, পুরুলিয়া, ২০ নভেম্বর:
বজ্র আঁটুনি ফস্কা গেরো! ছট পুজোয় প্রবাদের এই কথাই যেন ফলল পুরুলিয়ায়। আজ বিকেলে পুরুলিয়া শহরের সাহেব বাঁধের ঘাটে উদ্যোক্তা ও পুণ্যার্থীদের যাওয়ার আগে রীতিমতো মাস্ক পরার ক্ষেত্রে কড়া নজরদারি চালায় পুলিশ। স্থানীয় ছট পূজা সমিতির তৈরি করিডরে ঢোকার আগে পুণ্যার্থীদের মাস্ক পরতে বাধ্য করলেও সামাজিক দূরত্ব বজায় রাখতেই পারল না। সতর্কতামূলক প্রচার, মাইকিং, পোস্টার থাকলেও সরকারি বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মাস্ক খুলে সামাজিক দূরত্ব না মেনেই পুজোয় যুক্ত হলেন পুণ্যার্থীরা। ছট মায়ের পুজো সেরে পুণ্য অর্জন করলেন তাঁরা। করোনা আবহে দুর্গাপূজা, কালী পূজাকেও ছাপিয়ে গেল সামাজিক দূরত্ব না মানার দৃশ্য।
পুজোর মরশুমে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আইন, আদালত, সরকার, স্থানীয় প্রশাসন এক যোগে জন সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়। ছট পুজোতে তার ব্যতিক্রম ঘটেনি। তবুও খানিকটা অসতর্কতার ছবিই দেখা যায় পুরুলিয়া শহর সহ বিভিন্ন জলাশয়গুলোতে। পুণ্যার্থীদের কয়েকজন জানান, “করোনা আবহের মধ্যেই রীতি পরম্পরা মানতেই হবে। মেঘলা থাকায় সূর্য দেব অস্ত যান আগেই। সল্প সময়ের মধ্যে পূজার্চনা ও অর্ঘ্য নিবেদন সবই সারতে গেলে সবাইকে প্রায় একই সময়ে পাশাপাশি থেকে তা করতে হল।”