Kali pujo, West Midnapur, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে শ্যামা মায়ের আরাধনা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর: “ধর্ম যার যার হৃদয়ে উৎসব হোক সবার, বিশ্ব দরবারে লুন্ঠিত মানবতা চেতনা জাগুক আবার।” এই চেতনা নিয়ে বিগত বছরগুলির মতো এ বছরও পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছিলেন শ্যামল, সোমনাথ, আলতাফ, নজরুলরা। চারিদিকে বিদ্বেষের শিকার সমাজ। তাকে দূরে সরিয়ে রেখে নিয়মনিষ্ঠা সহকারে সাম্প্রদায়িক সম্প্রীতি তুলে ধরতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনের আবাসিকরা কালীপুজোর আয়োজন করে। উদ্বোধন করেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক বিজিতাশ্ব রাউৎ, আর আই সুদীপ্ত নন্দী, জেলা কমিটির কনভেনর শ্যামল চক্রবর্তী, সুলেখা ব্যানার্জি, অঞ্জনা পাঁজা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

ওয়েলফেয়ার কমিটির কনভেনর শ্যামল চক্রবর্তী জানিয়েছেন, বিগত বছরগুলোর মতো এবারও নিয়মনীতি মেনেই সম্প্রীতির উৎসব পালিত হচ্ছে। এ বছর কালীপুজোর পরের দিন প্রায় হাজার পাঁচেক মানুষকে অন্নকূট বিতরণ করা হয়। সন্ধ্যায় পুলিশ আবাসিকদের নিয়ে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই পুজোয় ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সকলেই। পাশাপাশি পুলিশ পরিবারের সদস্যদের নিয়ে আজ সকাল থেকে নানা ধরনের সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শতাধিক ছোট ছোট কচি কাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *