আমাদের ভারত, ১৩ জুলাই: জগন্নাথ দেবের পুজোর রীতিনীতির কপিরাইট প্রয়োজন। এই ভাবনাতেই আগামীতে আইনি পদক্ষেপ করতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। দিঘায় জগন্নাথ মন্দিরে আরাধনা শুরু হওয়ার পর এই পদক্ষেপের ভাবনা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে পুরীর সাম্মানিক রাজা তথা জগন্নাথ মন্দিরের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান গজপতি মহারাজ দিব্য সিংহ দেব জানিয়েছেন, প্রভু জগন্নাথ দেবের পূজা আচারের কপিরাইট নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
পুরীতে যে দিনক্ষণ মেনে রথযাত্রা স্নানযাত্রা পালন করা হয়, বিদেশে ইসকন সেসব মানছে না। ইচ্ছে মতো দিনে এই ধর্মীয় অনুষ্ঠানগুলি পালন করছে তারা। এর ফলে জগন্নাথ দেবের ভক্তদের ভাবাবেগে আঘাত লাগছে। গজপতি মহারাজ দিব্য সিংহ দেবের দাবি, এই নিয়ে ইসকনের সদর দপ্তর মায়াপুরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তাদের সঙ্গে আলোচনা চলছে। তবে ওড়িশা সরকার যে পুরীর মন্দিরের রীতিরীতি, আচার-আচরণের কপিরাইট নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তা নিশ্চিত করেছেন তিনি। সরকারি সূত্রে খবর, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে দিঘার জগন্নাথ মন্দিরের নাম জগন্নাথ ধাম রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ওড়িশা সরকার তাতে আপত্তি জানিয়েছিল। পুরীর গোবর্ধন পীঠের শংকরাচার্য সরস্বতীও বিষয়টিতে আপত্তি জানান। এবার পুজোর রীতিনীতিতে কপিরাইট নেওয়ার কথা ভাবল পুরীর মন্দির কর্তৃপক্ষ।
পুরীর মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, মূলত ইসকনের দিকেই। তাদের দাবি, ইসকন পুজোর রীতিনীতি না মেনে দেশে বিদেশে বিভিন্ন সময় জগন্নাথ দেবের আরাধনা করছে, রথযাত্রা করছে।