বিশ্বরেকর্ড তৈরি করে প্রদীপের আলোয় ভাসল রামজন্মভূমি অযোধ্যা

আমাদের ভারত ,১৪ নভেম্বর: বিশ্ব রেকর্ড তৈরি করে আলোয় ভাসল রাম জন্মভূমি অযোধ্যা। ৬ লাখ ৬ হাজার ৫৬৯টি মাটির প্রদীপ জ্বালিয়ে অযোধ্যা আলোয় আলোকিত হয়ে উঠল দীপাবলিতে।

উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে প্রতিনিধিরা এই আলোকোজ্জ্বল অযোধ্যা দেখতে সেখানে হাজির হয়েছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন প্রদীপ জ্বালানোর এই রেকর্ড আবার সামনের বছরের ভাঙা হবে। অর্থাৎ সামনের বছর রাম জন্মভূমিতে আরও বেশিসংখ্যক প্রদীপ জ্বলে উঠবে।

যোগী আদিত্যনাথ জানিয়েছেন সামনের বছর সাড়ে সাত লক্ষ প্রদীপ জ্বলে উঠবে অযোধ্যায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দূষণমুক্ত দীপাবলি পালনের জন্য অযোধ্যা বাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

রামমন্দিরের শিলান্যাস হয়েছে। শুরু হয়েছে মন্দিরের কাজ। রামভক্তরা অধির অপেক্ষায় তাকিয়ে রয়েছেন মন্দিরের কাজ সম্পন্ন হবার দিকে। তারই মধ্যে আলোর উৎসবে রামজন্মভূমিকে প্রদীপের আলোয় আলোকোজ্জ্বল করে বিশ্ব রেকর্ড তৈরি হল অযোধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *