বিশ্ব বেতার দিবসে শ্রদ্ধা ভারতের রেডিও সম্প্রচারের শতবর্ষ ও ‘মহিষাসুরমর্দিনী’-কে

আমাদের ভারত, কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : সোমবার বিশ্ব বেতার দিবসে কলকাতা প্রেস ক্লাবে ভারতের রেডিও সম্প্রচারের শতবর্ষ এবং ‘মহিষাসুরমর্দিনী’-কে বিশ্ব শ্রদ্ধা জানানো হয়।

‘মহিষাসুরমর্দিনী এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে বেশি দিন ধরে রেডিও’য় সম্প্রচারিত হওয়া অনুষ্ঠান। শরৎকাল মানেই দুর্গাপুজো আর সেই পুজোরই এক অবিচ্ছেদ্য অঙ্গ হল বাঙালির আবেগ মহিষাসুরমর্দিনী।

সোমবারের এই অনুষ্ঠান “রেডিও গা গা’র” মাধ্যমে আয়োজক সংগঠনগুলি উপস্থিত সকল দর্শক ও সাধারণ মানুষকে আরও একবার মনে করিয়ে দেয় রেডিও-যুগের অবসান মোটেই ঘটেনি। বরং আজও তা ঐতিহ্য, সংস্কৃতি এবং বিনোদনের এক অন্যতম ধারক ও বাহক।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই কমিউনিকেশনস-এর চিফ স্ট্র্যাটেজিস্ট সৌম্যজিৎ মহাপাত্র, পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশনের সেক্রেটারি রাজীব গুপ্ত ও সংস্থার মুখ্য উপদেষ্টা ঝিনুক গুপ্ত এবং সেভেন বোটস অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক দেবজ্যোতি ব্যানার্জি।

এদিনের অনুষ্ঠানে আয়োজক সংস্থা ‘আই কমিউনিকেশনস’-এর অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়। আই কমিউনিকেশনস, পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশনের সঙ্গে মিলিত হয়ে নতুন পাঠ্যক্রম চালু করার কথা ঘোষণা করে। এর মধ্যে থাকবে পাবলিক স্পিকিং, রেডিও জকিং এবং পড কাস্টিং। পাশাপাশি সেভেন বোটস অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হয়ে ২১ শতকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত অপর একটি কোর্স চালু করার কথা জানানো হয়।

অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অভিনেতা-লেখক ভাস্বর চট্টোপাধ্যায়, বিখ্যাত বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় ও দেবাশীষ বসু এবং প্রখ্যাত সমাজবিদ প্রফেসর ড: রুবি সাঁই। নিজ নিজ ক্ষেত্রে অপরিসীম অবদানের জন্য তাঁদের সম্মাননা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *