পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: আজকের দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ দিন। আজ শুক্রবার রবিউল হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাই এ সাল্লাম- এর জন্মবার্ষিকী। দিনটি বিশ্ব নবী দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এই দিন প্রতিটি বাড়িতে কোরান তেলাওয়াত ও মিলাদুন নবী হয়। প্রতিটি মহল্লা থেকে ছোট ছোট শিশুদের নিয়ে মিছিল করা হয়। আজ বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় মেদিনীপুর টাউন মুসলিম কমিটির উদ্যোগে শহরের কেরানীতলা বিশ্বনবী দিবস পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, টাউন মুসলিম কমিটির সম্পাদক সেখ সরফরাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। মেদিনীপুর শহরের কেরানীতলা চকে শান্তির বার্তা নিয়ে প্রায় হাজার দশেক মোটর সাইকেল র্যালি সারা মেদিনীপুর শহর পরিক্রমা করে। আজকের অনুষ্ঠান থেকে প্রায় হাজার পাঁচেক গরীব দুঃস্থদের পোশাক বিতরণ করা হয়।