আমাদের ভারত, আরামবাগ, ২৩ অক্টোবর:
মানবতার মুক্তির দূত হজরত মহম্মদের জন্ম মাস উপলক্ষ্যে বিশ্ব নবী স্মরণ সভা উপলক্ষ্যে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়ে গেল আরামবাগের হাসপাতাল মোড়ে। এদিন সভায় উপস্থিত ছিলেন পিরজাদা তহ্বা সিদ্দিকি, মনজুর আলম, বাণীপ্রসাদ সেন, হাসান ইমাম, বিশিষ্ট সমাজসেবী হাজি সেখ সিরাজুল হক, জিয়াজুর রহমান সহ বিশিষ্টজনেরা।
নরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটির উদ্দোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল আলোচ্য বিষয় ছিল স্বাস্থ্য এবং এখনকার শিক্ষা ব্যবস্থা, রসুল মহম্মদের সময় শাসন ব্যবস্থা ও এখনকার শাষন ব্যবস্থার তুলনা, ইসলামে নারী শিক্ষা ও নারীর অধিকার, ইসলামে ধর্মীয় সহিষ্ণুতা ও উদারনীতি এবং রাষ্ট্রনীতি, বর্তমান গণতন্ত্র ব্যবস্থার তুলনা মূলক আলোচনা। এদিনের সভায় হিন্দু মুসলিম সহ সমস্ত ধর্মের প্রতি সম্প্রীতি গড়ার বার্তা দেওয়া হয়।