কুরুমবেড়া দুর্গে পালিত হল বিশ্ব ঐতিহ্য দিবস

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১৮ এপ্রিল: একযোগে বিশ্ব ঐতিহ্য দিবস পালন করল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ ও বেলদার ধ্রুপদী হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশন। মঙ্গলবার ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের অধিগৃহীত শতাব্দী প্রাচীন কুরুমবেড়া দুর্গে দিনটি পালিত হয়।

এদিন দুর্গের ভেতর একটি আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছিল স্বচ্ছতা অভিযান। কেশিয়াড়ির গগনেশ্বরে অবস্থিত কুরুমবেড়া দুর্গটি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান। গত ১৯২০ সালে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ অধিগ্রহণ করে। জানা যায়, ওড়িশার রাজা কপিলেশ্বরদেবের আমলে এই দুর্গ নির্মিত হয়েছিল। ১৪২৯-৩৪ অথবা ১৪৩৫-৭০ সালের মধ্যে এই দুর্গটি গড়ে উঠেছিল। সেনানিবাস হিসেবেই তৈরি করা হয়েছিল। প্রায় ছয়শো বছরের প্রাচীন এই দুর্গ এখনও প্রায় অক্ষত।

বিশ্ব ঐতিহ্য দিবসে এখানে বসেই ঐতিহ্য রক্ষার বার্তা দিলেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ, ধ্রুপদী ও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা। দুর্গটি অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেভাবে সাজিয়ে তোলা হয়নি বলে অনেকেই এদিন অভিযোগ তুলেছেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের কলকাতা মণ্ডলের সার্ভেয়ার তাপস সাহানা, গবেষক বিধান বিশ্বাস, ধ্রুপদী হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশনের সম্পাদক কার্তিক মাইতি-সহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *