আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ এপ্রিল: ২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবসে প্রতিবছরই মেদিনীপুর ডান্সার্স ফোরাম সহ মেদিনীপুর শহরের বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠান দিনটি ঘটা করে পালন করত। কিন্তু এবছর লকডাউন পরিস্থিতিতে গৃহবন্দি অবস্থায় নৃত্য শিল্পীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজের বা নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ‘ডান্স ভিডিও’ পোস্ট করে নৃত্য দিবস উদযাপন করছেন। এই নৃত্য দিবসকে রং তুলিতে ফুটিয়ে তুলেছেন কেশিয়াড়ির সতীশ চন্দ্র মেমোরিয়াল হাইস্কুলের বাংলার শিক্ষক শুদ্ধসত্ত্ব মান্না।
মেদিনীপুর শহরের নতুন বাজারের বাসিন্দা শুদ্ধসত্ত্ববাবু মূলতঃ জল রঙে ছবি আঁকেন। অঙ্কন শিক্ষার শুরু সেই ছোট বেলায়। বিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি অবসর সময়ে এখনও রঙ তুলি নিয়ে বসে পড়েন ছবি আঁকতে। লকডাউনের অবসরে অনেকের মতোই সৃজনশীল রয়েছেন তিনি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তাঁর আঁকা ছবি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।