Workshop, Bankura, বাঁকুড়া ও খাতড়া চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে শতাধিক উদ্যেগী যুবক যুবতীদের নিয়ে কর্মশালা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ ফেব্রুয়ারি: ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের সহায়তায় বাঁকুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং খাতড়া চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে শতাধিক উদ্যেগী যুবক যুবতীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। মেধা সম্পত্তি অধিকার (ট্রেড মার্ক, পেটেন্ট, জি আই, কপিরাইট ইত্যাদি), ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বাংলাশ্রী, প্রধানমন্ত্রী রোজগার যোজনা ইত্যাদি প্রকল্প বিষয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

আজ খাতড়া কম্যুনিটি হলে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রীমতী জ্যোৎস্না মাণ্ডি, বিডিও শ্রীমতী নেহা ব্যানার্জি, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তথা পশ্চিমবঙ্গ রাজ্য কর্তৃক প্রদত্ত শিক্ষা রত্ন পুরস্কার বিজয়ী বিশিষ্ট সমাজকর্মী শ্রী জগবন্ধু মাহাতো, জেলা লিড ব্যাঙ্ক অফিসার তপন কুমার মণ্ডল, এসবিআই, পিএনবি, কানাডা ব্যাঙ্কের প্রতিনিধি, বাঁকুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক মধুসূদন দরিপা, খাতড়া চেম্বার অফ কমার্সের সম্পাদক নিত্যানন্দ মল্লিক প্রমুখ।

আয়োজক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন বিজ্ঞান চেতনা কেন্দ্র, পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা ড: এস. কে. মিত্র, কলকাতা স্কিল আকাদেমির প্রিন্সিপ্যাল মৃত্যুঞ্জয় মোদক, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার চন্দন সেন, সুদীপ পাল ও তারক কংসবণিক, সহ অধিকর্তা, এম এস এম ই দপ্তর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *