স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ ডিসেম্বর: সোস্যাল মিডিয়ায় কী করে বাছাই করবেন ভুয়ো খবর বা ভুয়ো ভিডিও, তা জানাতে সোমবার রায়গঞ্জের রবীন্দ্রভবনে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের উদ্যোগে শুরু হল কর্মশালা। গুগল নিউজ
ইনিশিয়েটিভ ইন্ডিয়া ট্রেনিল নেটওয়ার্কের (Google News Initiative India Training Network) সাথে সমন্বয় রক্ষা করে এই কর্মশালার উদ্যোগ গ্রহণ করেছে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব। এই কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রানা দেবদাস, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র, সভাপতি অমিত সরকার এবং গুগলের পক্ষ থেকে কলকাতা থেকে আগত প্রলয় রাহা। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও পোর্টালের সাংবাদিক ও চিত্র সাংবাদিকেরা।
প্রায় প্রতিদিনই সোস্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ার ফলে বিভ্রান্তি ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। যার জেরে মানুষকে যেমন কোথাও কোথাও হেনস্থার শিকার হতে হচ্ছে। তেমনই আইন-শৃঙ্খলার অননতিও ঘটছে। শুধু যে ভুয়ো তথ্য নিয়ে সমস্যা তা নয়, ভুয়ো তথ্যের পাশাপাশি ভুয়ো ছবি, ভুয়ো ভিডিও বা ফেব্রিকেটেড ছবি নিয়েও জেরবার নেটিজেনরা। প্রশাসনিক কর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন সকলেই। গুগলের পরামর্শেই উত্তর দিনাজপুর প্রেস ক্লাব রাজ্যের মধ্যে প্রথম ফেক নিউজ, ফেক ভিডিও, ফেক ছবি চিহ্নিত করার পদ্ধতি নিয়ে আজকের এই কর্মশালায় আলোচনা করা হয়।