চাষে জৈব প্রযুক্তি ব্যবহারের কর্মশালা হুড়ায়

সাথী দাস, পুরুলিয়া, ২৯ সেপ্টেম্বর: রাসায়নিক সার নয়, কৃষিতে ব্যবহার করতে হবে জৈব প্রযুক্তি। সেই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের নিয়ে একটি কর্মশালা হল হুড়া থানার লালপুর কমিউনিটি হলে। মাটির স্বাস্থ্য বজায় রেখে, পরিবেশ বাঁচিয়ে, মানুষের স্বাস্থ্যের ক্ষতি না করে কী করে চাষ করা যায়? তার উত্তর জৈব চাষ। জৈব চাষ বাড়াতে উৎসাহ দিচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার।

কর্মশালার আয়োজক সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ মাহাতো বলেন, “কর্মশালার প্রাথমিক আলোচনা এখানে হয়েছে। জেলার সব ব্লকে মাঠে কৃষকদের নিয়ে জৈব সার এবং কীটনাশক ব্যবহারে উৎসাহ দেওয়া হবে। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে তিন থেকে পাঁচ একর জমিতে পরীক্ষামূলক ভাবে চাষ করা হবে।”

পুরুলিয়া জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটি আয়োজিত এই কর্মশালায় কৃষকদের পাশাপাশি ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, রাজ্যসভার সাংসদ দোলা সেন, সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ মাহাত, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো প্রমুখ।

যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করা হচ্ছে তা কি ধরনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হচ্ছে এবং প্রযুক্তিগুলো কতটুকু পরিবেশবান্ধব? প্রশ্ন উঠল কর্মশালায়। ব্যবহৃত প্রযুক্তিগুলো আমাদের পরিবেশের ওপর কোনো বিরূপ প্রতিক্রিয়া রাখছে কিনা? রেখে থাকলে এর থেকে বেরিয়ে আসার উপায় খোঁজার চেষ্টা চালানো হয়। অপরদিকে ফসল উৎপাদনে যেসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেগুলো পরিবেশ দূষণের পাশাপাশি মানব দেহে ক্ষতিকর প্রভাব রয়েছে। এগুলোর থেকে বেরিয়ে আসার উপায় বের করলেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *