রিসার্চ মেথডোলজি নিয়ে শিক্ষাশিবির কলকাতায়

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ৬ ডিসেম্বর: ৭ ডিসেম্বর থেকে রিসার্চ মেথডোলজি নিয়ে সাত দিনের একটি শিক্ষাশিবির করছে বাবাসাহেব অম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি (বিএসএইইউ,নপূর্বতন দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন, প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিষ্ট্রেশন)। বালিগঞ্জ সার্কুলার রোডে প্রতিষ্ঠানের সদর দফতরে বসবে এই শিবির।

প্রস্তাবিত শিবিরের অধিকর্তা অধ্যাপক ডঃ বিশ্বজিৎ বালা জানান, বুধবার অনুষ্ঠানের উদ্বোধন করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুরঞ্জন দাস। প্রধান অতিথির ভাষণ দেবেন বিএসএইইউয়ের উপাচার্য ডঃ সোমা বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট অতিথি হিসাবে থাকবেন ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের (ইগনু) প্রাক্তন অধিকর্তা ডঃ সি আর কে মূর্তি। সাত দিনের শিবিরে অংশ নেবেন নানা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষক-শিক্ষিকা।

শিবিরে মূল আলোচ্য বিষয়গুলো হল ‘রিসার্চ ইন সোস্যাল সায়েন্স- এ প্যারাডাইম শিফট টু নিউ চ্যালেঞ্জ’, ‘এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন’, ‘অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিসটিক্যাল টেকনিকস ইন সোস্যাল সায়েন্স রিসার্চ’, ‘সাইটেশন অ্যান্ড রেফারেন্সিং টুলস’, ‘ইস্যুজ রিলেটেড টু এথিক্যাল কনসিডারেশন ইন সোস্যাল সায়েন্স রিসার্চ’ ও ‘জার্নাল ইনডেক্সিং’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *