আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ জুলাই: মঙ্গলবার জলপাইগুড়ি শহরের আনন্দ চন্দ কর্মাস কলেজে জেলা পুলিশ ও ক্রেতা সুরক্ষা দফতরের যৌথ উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়। কলেজের বিভিন্ন বিভাগের পড়ুয়ারা কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন। সচেতনতামূলক কর্মশালায় পড়ুয়াদের মনোযোগ বাড়াতে কুইজ প্রতিযোগিতার মধ্যে দিয়ে প্রচার চালানো হয়েছে।
বর্তমান সময়ে সবার হাতে স্মার্ট ফোন রয়েছে। প্রায় দিনই ফোনের মাধ্যমে সাইবার ক্রাইমের অভিযোগ উঠছে। যে কেউ সাইবার ক্রাইমের শিকার হতে পারেন। এই কারণে সচেতনতাকে হাতিয়ার করে কর্মশালার আয়োজন করা হয়েছে।
অন্যদিকে আধুনিক সময়ে অনলাইনে কেনাকাটা বাড়ছে। মোবাইলে ভালো ছবি দেখে বিভিন্ন বেআইনি সাইট থেকে কেনাকাটা করছেন। এর জেরে অনেক ক্রেতা বিভিন্ন সামগ্রী কিনে প্রতারিত হচ্ছেন৷ বৈধ সাইট থেকে কেনাকাটা করার পরামর্শ দেওয়া হয় কর্মশালায়।
আনন্দ চন্দ কর্মাস কলেজে বাণিজ্যিক বিভাগ নিয়ে পড়াশোনা হয়। পড়ুয়াদের ক্রেতা সুরক্ষার আইন তুলে ধরা হয়েছে কর্মশালার মধ্য দিয়ে। জেলা ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক দেবাশিস মণ্ডল বলেন, “প্রায় দিনই সচেতনতা প্রচার করা হয়। এদিন কমার্স কলেজে পড়ুয়াদের সাইবার ক্রাইম ও ক্রেতা সুরক্ষার বিভিন্ন দিনগুলো তুলে ধরা হল।”
কর্মাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কল্যাণ দাস বলেন, “এর আগে ২০১৯ সালে কর্মাস কলেজে হয়েছিল ক্রেতা সুরক্ষা নিয়ে সচেতনতা প্রচার। আবার সচেতনতা প্রচারের আয়োজন করা হল। বিভিন্ন বিভাগের পড়ুয়ারা ছিল।”