আমাদের ভারত, ১৯ ফেব্রুয়ারি: সন্দেশখালি নিয়ে খবর করতে গিয়ে সোমবার পুলিশের হাতে গ্রেফতার হলেন এক সাংবাদিক। প্রতিবাদ জানিয়েছে রাজ্য বিজেপি।
রাজ্য বিজেপির প্রচার শাখার প্রধান তুষারকান্তি ঘোষ এক্স হ্যান্ডলে লিখেছেন, “সন্দেশখালি নিয়ে খবর করায়, সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা তুলে ধরায় গ্রেফতার হলেন রিপাবলিক বাংলার নির্ভীক সাংবাদিক সন্তু পান। যখন শাসকের প্রতিরোধ মিডিয়ার উপর নেমে আসে তখন জানবেন সময় উল্টো স্রোতে বইছে। সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা।”
দলের প্যানেলিস্ট জয় মল্লিক এক্স হ্যান্ডলে লিখেছেন, “গ্রেফতার রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের এই অবস্থা পশ্চিমবঙ্গে। পিসির পুলিশ শেখ শাজাহানকে গ্রেফতার করতে না পারলেও সাংবাদিককে গ্রেফতার করতে সিদ্ধহস্ত। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সন্তু তোমার সাথে আছি।”