আমাদের ভারত, মেদিনীপুর, ৮ মে: বিশাখাপত্তনম থেকে উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেওয়া ১৯ জন পরিযায়ী শ্রমিককে আটকানো হল পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর শহরে। রামজীবনপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রাস্তায় দুই গর্ভবতী মহিলা সহ ১৯ জন শ্রমিককে হাঁটতে দেখে তাদের আটকানো হয়। ৫ দিন আগে তারা বিশাখাপত্তনম থেকে উত্তর দিনাজপুরের ডালখোলার উদ্দেশ্যে হেঁটে রওনা দেন। মাঝখানে কেবল ২০০ কিলোমিটার ভাড়া গাড়িতে আসতে পেরেছেন বলে তারা জানিয়েছেন। প্রায় অভুক্ত অবস্থায় হাঁটতে হাঁটতে তারা রামজীবনপুরে রাজ্য সড়কে পৌঁছেছেন। এখানে দেওপুর শিব শক্তি ক্লাবের সদস্যরা তাদের আটকান এবং তাদের অভুক্ত অবস্থার কথা জানতে পেরে রাজ্য সড়কের ধারে রান্নার ব্যবস্থা করে তাদের খাবার খাওয়ানো হয়। চারদিন পর তারা ভাত পেলেন বলে জানিয়েছেন।
জানাগেছে, এই শ্রমিকরা বিশাখাপত্তনমে এইচপিসিএল এর নির্মাণ কাজে ঠিকাদারের অধীনে কাজ করেন। লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় ঠিকাদার তাদের টাকা পয়সা না দিয়ে বাড়ি চলে যান। ফলে জমানো টাকা দিয়ে কিছুদিন চালানোর পর তা শেষ হয়ে যায়। এরপর তারা বাড়ি ফেরার চেষ্টা করেন। পরিযায়ী শ্রমিকদের খবর পেয়ে পৌঁছান রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার পর শ্রমিকদের একটি সরকারি সেন্টারে পাঠানো হয়। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষার পর দুই-একদিনের মধ্যে গাড়িতে করে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।