আমাদের ভারত, হাওড়া, ৩০ মার্চ: বালিতে মহাদেব জুট মিলের সামনে তুমুল শ্রমিক বিক্ষোভ। শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল আজ। শ্রমিকদের অভিযোগ, সেই বেতন আটকে দেয় কর্তৃপক্ষ। পরিবর্তে তাদের অগ্রিম ১৫০০টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে। এই ঘটনায় শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে যায় পুলিশ।
শ্রমিকদের বক্তব্য, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে লকডাউন পরিস্থিতিতে তারা এই সামান্য টাকা নিয়ে কি করবেন। তারা চাইছেন তাদের ন্যায্য বেতন। সেই বেতন দেওয়া হলে তারা দু’মুঠো খেয়ে পড়ে সংসার চালাতে পারবেন। পরে র্যাফ নামিয়ে শ্রমিকদের হঠিয়ে দেওয়া হয়।