আমাদের ভারত, হলদিয়া, ১৪ জানুয়ারি: হলদিয়ায় আবার শ্রমিক বিক্ষোভ বেসরকারি পেট্রোকেমিক্যাল কারখানায়। হলদিয়ায় বেসরকারি ব্যাটারি প্রস্ততকারক কারখানার পর এবার আবার বেসরকারি পেট্রোকেম সংস্থায় বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দাবিতে সকাল থেকে শ্রমিক বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে শ্রমিকদের সাথে দফায় দফায় আলোচনা আইএনটিটিইউসির কোর কমিটির। তবে এই নিয়ে কিছু বলতে নারাজ কারখানা কর্তৃপক্ষ।
এতদিন হলদিয়ার নিয়ন্ত্রণ ছিল শুভেন্দু অধিকারীর হাতে। প্রথমে সাংসদ পরে মন্ত্রী শুভেন্দু অধিকারী ছিলেন হলদিয়ার সমস্ত কারখানারই নিয়ন্ত্রক। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর হলদিয়া শিল্পাঞ্চলের সমস্ত শ্রমিক সংগঠনের রাশ নিজেদের হাতে নিতে বদ্ধ পরিকর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুভেন্দু দলছাড়ার পরেই বিভিন্ন ইউনিয়ন নিয়ে গন্ডগোল দেখা দেয় তৃণমূল নেতৃত্বের মধ্যে। অসন্তোষ দেখা দেয় শ্রমিকদের মধ্যেও। সেজন্য দফায় দফায় হলদিয়াতে এসে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন তৃণমূল সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন। অশান্তি এড়াতে ১৪জনের একটি কোর কমিটিও গঠন করা হয়। এমনকি গত শনিবার এই কমিটি তৈরী ঘিরে জোরালো বিক্ষোভের মুখে পড়তে হয় খোদ দোলা সেনকে। হেনস্থা করা হয় হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদককে। গন্ডগোলের জেরে হাত ভাঙে আইএনটিটিইউসির প্রাক্তন কার্যকরী সভাপতি শিবনাথ সরকারের। এই পরিস্থিতির মধ্যে বেতন বৃদ্ধি সহ অন্যান্য বকেয়া পাওনার দাবিতে আইএনটিটিইউসির পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হয় হলদিয়ার ইন্দোরামা ধানসেরি পেট্রোকেমের কয়েকশো শ্রমিক। প্রভাব পড়ে কারখানার উৎপাদনে।
তাদের দাবি, দীর্ঘদিন তাদের সিওডি হয়নি। পুরনো সিওডির সুযোগ সুবিধাও তারা পাচ্ছেন না। কিছু বলতে গেলে মেনেজম্যান্টের চোখরাঙানি তাদের সহ্য করতে হয়। সেইজন্য তারা আজ সকাল থেকে গেট আটকে আন্দোলন শুরু করেন। কারখানার স্থায়ী কর্মীরা দীর্ঘক্ষণ ঢুকতে পারেননি। অবশেষে কারখানায় পৌছয় আইএনটিটিইউসির কোর কমিটির দুই সদস্য সুধাংশু মন্ডল ও আস্তিক চট্টোপাধ্যায়। তারা শ্রমিকদের সাথে দফায় দফায় আলোচনা চালায়। শ্রমিকদের দাবি ন্যায্য বলে স্বীকার করে নিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন আইএনটিটি ইউসি নেতারা। তবে এই বিক্ষোভ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি কারখানা কর্তৃপক্ষ।