আমাদের ভারত, মেদিনীপুর, ১ এপ্রিল: লকডাউনের ফলে খাবার ও থাকার চরম সংকটে পড়ে ওড়িশা রাজ্যের কটক শহর থেকে হেঁটে মালদায় ফিরছেন উনিশ জন নির্মাণ শ্রমিক। গত শুক্রবার তারা কটক শহর থেকে মালদার উদ্দেশ্যে হেঁটে রওনা দেন এবং বুধবার তারা পশ্চিম মেদিনীপুরের বেলদাতে এসে পৌঁছান। স্থানীয় বাসিন্দারা একসঙ্গে এতগুলি বহিরাগত লোক দেখতে পেয়ে বেলদা থানায় খবর দেন। থানা থেকে সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে স্থানীয় নেকুরসেনি বিদ্যাভবনে সাময়িকভাবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে বেলদা পুলিশ প্রশাসন।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ পুলিশ সূত্রে খবর, তাদের নেকুড়সেনি বিদ্যাভবন রেখে খাবার দাবারের ব্যাবস্থা করা হচ্ছে। এরপর সমস্ত দিকে খতিয়ে দেখে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যোগাযোগ করে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যবস্থা করবে প্রশাসন।