বারাসতের বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে কর্মী আসছে রায়গঞ্জ থেকে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩১মে: বিধ্বংসী আমফানে ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে রায়গঞ্জ বিদ্যুৎ দপ্তর থেকে দক্ষ শ্রমিকদের পাঠানো হল। বিদ্যুৎ বিলি বন্টন বিভাগের রায়গঞ্জ ডিভিশন থেকে রবিবার সকালে বিশেষ বাসে করে ৩৫ জনের একটি দক্ষ দলকে উত্তর ২৪ পরগনার বারাসাতের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হল। এর আগে ২০ জনের একটি দলকে বনগাঁয় পাঠানো হয়েছে বলে জানালেন বিদুৎ বিলি বন্টন বিভাগের রায়গঞ্জ রিজিওনাল ম্যানেজার সুকান্ত মন্ডল। করোনার আবহে কিছুটা শঙ্কা থাকলেও দক্ষিণবঙ্গের মানুষের জন্য বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে তাঁরা যাচ্ছেন বলে জানালেন প্রকাশ সরকার নামে দপ্তরের এক প্রশিক্ষিত শ্রমিক।

আমফানের তান্ডবে তছনছ হয়ে গিয়েছিল দক্ষিণবঙ্গের সাতটি জেলা। হাজার হাজার গাছ পড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। আজও দক্ষিণবঙ্গের বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিদ্যুৎ বিলি বন্টন বিভাগের কর্মীরা দিনরাত এক করে কাজ করে চলেছে। প্রয়োজন আরও বিদ্যুৎ বিভাগের দক্ষ শ্রমিকের।

উত্তর ২৪ পরগনার বনগাঁতে আগেই রায়গঞ্জ ডিভিশন থেকে ২০ জনের একটি দল পাঠানো হয়েছিল। আজ রবিবার ৩৫ জনের একটি দক্ষ শ্রমিকের দল বারাসাতের উদ্দেশ্যে পাঠালো বিদ্যুৎ বিলি বন্টন বিভাগের রায়গঞ্জ ডিভিশন। বিদ্যু দপ্তরের এই দক্ষ শ্রমিকেরা দক্ষিণবঙ্গের শ্রমিকদের সাথে একত্রিত হয়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *